• Youth Development Computer Training Center
  • Youth Development Computer Training Center

    Not Only Education, But Also Technology Based Education is Needed...

Regional Centre

দেশব্যাপী প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে আঞ্চলিক শাখা অনুমোদন দেওয়া হচ্ছে।

Centre Login

Forgotten password?

Centre Verification

Apply For New Centre




আঞ্চলিক শাখা অনুমোদনের প্রয়োজনীয় তথ্য

তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ জাতির উন্নয়নের জন্য অপরিহার্য অংশে পরিণত হয়েছে। প্রশিক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে বহু সুযোগ সুবিধা থাকলেও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের উন্নত সুযোগ-সুবিধা না থাকায় এবং বহু গরীব, মেধাবী প্রশিক্ষণার্থীর নিকট ব্যাক্তিগত কম্পিউটার না থাকার কারণে অনলাইনের কোর্স গ্রহণ করা সম্ভব হয় না। এ ধরণের নানাবিধ অসুবিধার কারণে যারা সরাসরি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে, বেকারত্ব দূর করা বা ক্যারিয়ারে এগিয়ে থাকতে ইচ্ছুক, তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য আমরা সমগ্র দেশব্যাপী গড়ে তুলেছি “যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” যার রয়েছে বর্তমানে 80+ শাখা, সে ধারা বাহিকতায় সারা দেশে গড়তে চলছি আমাদের আঞ্চলিক শাখা.....

তৃর্ণমূল পর্যায়ে তথ্য-প্রযুক্তির ছোয়া পৌঁছাতে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সারা দেশব্যাপী “যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে”র শাখা অনুমোদন চলছে…। আপনার কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে? যেটি সরকার/ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত নয় তবে, আপনি আমাদের সাথে MOU (Memorandum of Understanding) সম্পাদনের মাধ্যমে সংযুক্ত হয়ে আপনার প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করতে পারেন। এতে আমাদের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত একটি প্রতিষ্ঠানে রূপান্তর হবে। তাছাড়া যে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয় তারাও আমাদের শাখা অনুমোদন নিতে পারেন। আবার কোন উদ্যোক্তা নতুনভাবে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে আমাদের শাখার অনুমোদন নিয়ে ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবেন। পোষ্ট ই-সেন্টারের উদ্যোক্তাগণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতে আমাদের অনুমোদন গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনিও হতে পারেন সরকার অনুমোদিত একটি কম্পিউাটার প্রশিক্ষণ কেন্দ্রের গর্বিত মালিক/ উদ্যোক্তা। প্রতিটি জেলা শহর, বিভাগ ও উপজেলায় আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অনুমোদন কার্যক্রম চলছে।

উল্লেখ্য যে, সাধারণত কোনো স্থানে ICT Knowledge Ltd. পরিচালিত ১টি প্রশিক্ষণ কেন্দ্র অনুমোদিত হলে, তার চারপাশে কমপক্ষে 07 কি. মি. এর মধ্যে কোন প্রশিক্ষণ কেন্দ্র আমরা অনুমোদন করিনা। 07 কি. মি. এর পর নতুন সেন্টার অনুমোদন হতে পারে। তাছাড়া জেলা শহর বা বিভাগীয় শহরে জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে প্রায় প্রতিটি বাজারে প্রশিক্ষণ কেন্দ্র অনুমোদন হতে পারে, তবে একই বাজারে একটি শাখার বেশি অনুমোদন করা হবেনা। আপনার প্রশিক্ষণ কেন্দ্রটি অনুমোদন নিতে চাইলে বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আরো বিস্তারিত জানতে কল করুনঃ 01851363744.

গোপনীয় রীতিনীতি

প্রতিটি ব্যবসার কিছু গোপনীয় নীতি থাকে, যা গ্রাহক পর্যায়ে জানানো হয় না। কাজেই আমাদেরও কিছু গোপনীয় রীতি-নীতি রয়েছে, যা সবাইকে বলা সম্ভব নয়! কাজেই যে ব্যাক্তি/ প্রতিষ্ঠান ফোন করে আমাদের সম্পর্কে জানতে চান তাদের অবশ্যই পরিচয় প্রদান করতে হবে। আপনার সাথে সকল নিয়ম-কানুন বলার পূর্বে আপনার কাছে আমাদের করা কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, তবে আমরা আপনাকে আমাদের বিস্তারিত তথ্য প্রদান করতে পারব। আমাদের ওয়েব সাইট ভিজিট করে যে প্রশ্ন আপনার মনে আসবে, সে প্রশ্নোত্তরগুলো পেতে হলে অবশ্যই আপনাকে প্রমাণ্য পরিচয় প্রদান করতে হবে। পরিচয় প্রমাণ করতে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স WhatsApp (01851363744) এর মাধ্যমে প্রেরণ করতে হবে এবং ভিডিও কলে সেন্টার দেখাতে হবে।

অর্থাৎ আপনি যদি আমাদের কাছ হতে আঞ্চলিক শাখা অনুমোদন নিতে চান, তবে অবশ্যই আপনাকে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা বা মালিক তা প্রমাণ করতে হবে। এতে আপনিও সকল তথ্য নির্ভিগ্নে পাবেন এবং আমাদের তথ্য দিতে কোনো রকম অসুবিধা থাকবে না। 

অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র

১। উদ্দ্যোক্তার সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি।

২। জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠ একত্র করে একটি ছবি।

৩। স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা পরিষদ/ সিটি কর্পোরেশন হতে সংগ্রহকৃত ট্রেড লাইসেন্স এর কপি।

৪। অনলাইন ফরম পূরণের  সময় কিছু লিখিত তথ্য প্রদান করতে হবে। 

৫। প্রশিক্ষণ কেন্দ্র পরিপূর্ণভাবে দেখাতে যতগুলো ছবি ও ভিডিও চিত্র প্রয়োজন পড়বে তা’ WhatsApp 01851363744 নাম্বারে পাঠাতে হবে।

অনুমোদনের নিয়মাবলীঃ

১। Regional Center এ ক্লিক করে একটি রেজিষ্ট্রেশন ফরম https://www.ictknowledgebd.org/application পাবেন সেটি পূরণ করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
২। আবেদনের পর আমাদের পর্যবেক্ষক টীম আপনার প্রশিক্ষণ কেন্দ্রটি পর্যবেক্ষণ পূর্বক প্রতিবেদন দাখিল করলে সেন্টার অনুমোদন করা হবে। অথবা আপনার প্রদানকৃত ফি ফেরত দেয়া হবে।
৩। অনুমোদন পত্রের প্রয়োজনীয় কপি প্রশাসনের নিকট ও উদ্যোক্তাদের নিকট পাঠানো হবে।
৪। ১ম বার অনুমোদন নিলে ২য় বছর আপনার সেন্টার ফ্রীতে রিনিও করে দেয়া হবে এবং পরবর্তী বছর হতে আমাদের সাথে থাকার জন্য সেন্টার রিনিও করে নির্ধারিত ফি জমা দিতে হবে।

৫। অফিসিয়ালী দুইটা বিষয় জেনে নিতে হবে (i) সেন্টার অনুমোদন ফি কতো  (ii) ৩ মাস, ৬ মাস ও ১ বছর মেয়াদী কোর্সের জন্য প্রশিক্ষণার্থীদের রেজিঃ ফি কতো।
৬। প্রয়োজনীয় কাগজ পত্রঃ Regional Center অনুমোদনের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স, উদ্যোক্তা বা মালিক গণের জাতীয় পরিচয়পত্র, ছবি  ও স্বাক্ষর (JPG Format) প্রয়োজন হবে।

অনুমোদিত সেন্টার বাতিল হওয়ার কারণঃ

১। অনুমোদিত সেন্টার কোনো প্রকার অবৈধ কাজ বা ব্যবসা করতে পারবেনা, করছে প্রমাণিত হলে সাথে সাথে সেন্টার    অনুমোদন বাতিল হবে।

২। প্রশিক্ষণার্থীদের ক্লাস নিয়মিত করানোর মাধ্যমে তাদের দক্ষ গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। বেশিরভাগ প্রশিক্ষণার্থীর অদক্ষতায়  সেন্টার অনুমোদন হারাতে পারে।

৩। প্রশিক্ষণ শেষে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিশক্ষণার্থীদের সনদপত্র প্রদান করতে হবে। এর ভিন্ন কোনো চেষ্টা করলে অনুমোদন বাতিল হতে পারে। 

৪। প্রথমবার অনুমোদনের পর ২য় বছর ট্রেড লাইসেন্স নবায়ন করে ওয়েব সাইটে জমা দিয়ে সেন্টার রিনিও করতে হয় এবং ৩য় বছর হতে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ওয়েব সাইটে জমা দিয়ে ও নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে সেন্টার রিনিও করতে হবে, অন্যথায় অনুমোদন বাতিল হতে পারে।

৫। প্রশিক্ষণ কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য  আমাদের কোনো প্রতিনিধি যেকোনো সময় ও বিনা নোটিশে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করার অধিকার রাখেন। ত্রুটিপূর্ণ কার্যক্রমে শতর্কতা দিতে পারেন এবং অধিক ত্রুটিপূর্ণ মনে হলে সেন্টারের অনুমোদন বাতিল করতে পারে।

উল্লেখ্য আমাদের উদ্দেশ্য সমাজ ও রাষ্ট্রের জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গড়ে তোলার জন্য সেবা প্রদান করা। আমাদের মাধ্যমে যেন কেউ কোনো অবস্থায় প্রতারিত না হয় সে ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত সেন্টার অনুমোদনের কারণগুলো উল্লেখ করা হয়েছে। অন্যকোনো কারণে অনুমোদিত সেন্টার বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুক।

প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সমূহঃ

আমাদের প্রজেক্টের সাথে সংযুক্ত হলে- আমরা প্রথমত আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ডের নমুনা কপি প্রদান করব। আপনার প্রতিষ্ঠানের থাকবে গভঃ রেজিঃ নং- CH-11600/2016 এবং একটি প্রতিষ্ঠান কোড দেয়া হবে। প্রতিষ্ঠান কোডটি (যথা- CTGR-002) আপনার অনুমোদন পত্রে উল্লেখ থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে উল্লেখিত নাম্বারে ফোন করে জেনে নিতে পারেনঃ +88 01851363744. এই ওয়েব সাইট (http://www.ictknowledgebd.org) হতে বাড়তি কিছু সুযোগ-সুবিধা নিম্মে তুলে ধরা হলো- 

১। অনলাইনে প্রশিক্ষণার্থী ভর্তি এবং তা SMS এর মাধ্যমে নিশ্চত করণ।
২। অনলাইনে প্রশিক্ষণার্থী Registration এবং তা SMS এর মাধ্যমে নিশ্চত করণ।

৩। প্রশিক্ষাণার্থী ID Card ডাউনলোড করতে পারবেন। 

৪। ব্যাচ আকারে সাজিয়ে প্রশিক্ষণার্থীর নিয়মিত নাম ডাকার মাধ্যমে Present & Absent নির্ধারণ করতে পারবেন ও রিপোর্ট ডাউলোড করতে পারবেন।

৫। Present & Absent এর তথ্য প্রতিদিন অভিভাবকের উল্লেখিত নাম্বারে SMS এর মাধ্যমে পাঠানো হয়।
৬। প্রশিক্ষণার্থী পরিক্ষার Admit Card ও Registration Card নিজেরাই ডাউনলোড করতে পারবেন।
৭। প্রশিক্ষণার্থীর পরিক্ষার রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হবে। (যা কোনো কারণে সেন্টার অনুমোদন বাতিল হলেও সংরক্ষিত থাকবে।)
৮। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান।
৯। আপনার প্রতিষ্ঠানের প্রশিক্ষকের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের সকল পেইড ভিডিও টিউটোরিয়ালগুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে।
১০। এছাড়া প্রশিক্ষণার্থীদের শেখানোর জন্য আপনার কোনো দূর্বলতা থাকলে দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
১১। এক ক্লিকের মাধ্যমে সকল প্রশিক্ষণার্থীদের কাছে SMS পাঠানোর ব্যবস্থা রয়েছে।
১২। আপনার সময়মতো পরিক্ষার ব্যবস্থা গ্রহণ ও রেজাল্ট প্রকাশ করতে পারবেন।
১৩। আপনার প্রশিক্ষণ কেন্দ্রকে অত্র এলাকার শীর্ষ স্থানে নিয়ে যেতে বিভিন্ন কলা-কৌশল, বুদ্ধি, পরামর্শ প্রদান করা হবে।
এক কথায় বলতে গেলে উদ্যোক্তাদের সফল করার উদ্দেশ্যে যত ধরণের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন তার সবটুকু করা হবে। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণ কেন্দ্রের সফলতাই আপনার সফলতা। আমাদের উভয়ের প্রচেষ্টা হল দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যার ফলে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা সফল হলে জাতির কিছুটা হলেও বেকারত্ব দূর হবে এবং আমাদের পরিশ্রম স্বার্থক হবে, ইনশাআল্লাহ!

 

মোহাম্মদ খোরশেদ আলম আশেক

ব্যবস্থাপনা পরিচালক

যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

01851363744.

Our Courses

Responsive Web Design
  • ❖ HTML
  • ❖ CSS
  • ❖ Bootstrap
  • ❖ Java Script
  • ❖ jQuery

Digital Marketing & Freelancing
  • ❖ Social Media Marketing
  • ❖ Search Engine Marketing

Computer Office Application
  • ❖ Microsoft Office Word
  • ❖ Microsoft Office Excel
  • ❖ Microsoft Office PowerPoint
  • ❖ Microsoft Office Access
  • ❖ Web Browsing
Professional Graphics Design
  • ❖ Adobe Illustrator
  • ❖ Adobe Photoshop
Hardware Engineering (A+)
  • ❖ Basic Concept of Computer Hardware
  • ❖ Software Installations
  • ❖ Troubleshooting

Computer Office Application
  • ❖ Microsoft Office Word
  • ❖ Microsoft Office Excel
  • ❖ Microsoft Office PowerPoint
  • ❖ Microsoft Office Access
  • ❖ Web Browsing

WordPress Web Development
  • ❖ PHP
  • ❖ Wordpress
  • ❖ mySQL

Responsive Web Design
  • ❖ HTML
  • ❖ CSS
  • ❖ Bootstrap
  • ❖ Java Script
  • ❖ jQuery
Computer Office Application
  • ❖ Microsoft Office Word
  • ❖ Microsoft Office Excel
  • ❖ Microsoft Office PowerPoint
  • ❖ Microsoft Office Access
  • ❖ Web Browsing
WordPress Web Development
  • ❖ PHP
  • ❖ Wordpress
  • ❖ mySQL
Professional Graphics Design
  • ❖ Adobe Illustrator
  • ❖ Adobe Photoshop
Hardware Engineering (A+)
  • ❖ Basic Concept of Computer Hardware
  • ❖ Software Installations
  • ❖ Troubleshooting

Professional Graphics Design
  • ❖ Adobe Illustrator
  • ❖ Adobe Photoshop

Hardware Engineering (A+)
  • ❖ Basic Concept of Computer Hardware
  • ❖ Software Installations
  • ❖ Troubleshooting